হঠাৎ দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি মানুষকে করে তুলেছে দিশেহারা। বিশেষ করে, নিম্মআয়ের মানুষ অতিকষ্টে দিনাতিপাত করছে। মধ্যআয়ের দেশে পরিণত হওয়া বাংলাদেশ আজ নিরন্ন অসহায় মানুষের ক্ষুধার জ¦ালাকে মেটাতে পারছে না। এটা বড়োই পরিতাপের।
দেশ এগিয়ে যাক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এটা আন্তরিকভাবে সবাই চায়। কিন্তু রাষ্ট্রের প্রতিটি সেক্টরই আজ দুর্নীতি, অনিয়ম আর ঘুষবাণিজ্যে নিমজ্জিত। অফিসের পিয়ন থেকে শুরু করে একেবারে আমলা পর্যন্ত যেখানেই যাওয়া যায় চোখে পড়ে অনিয়ম-দুর্নীতি। প্রতি কাজেই গুণতে হবে কাড়ি কাড়ি টাকা।
অতএব আমরা বলতে চাই, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ করা না-গেলে, নিরন্ন মানুষের মুখে ভাত না-ঝুটলে, দুর্নীতি-দুঃশাসন এখনই রুখতে না-পারলে দেশের এই উন্নতি, এই অগ্রগতি ¤øান হয়ে যাবে সর্বক্ষেত্রেই। মুখথুবড়ে পড়বে সরকারের সমস্ত অর্জন।
আজ আফসোস হয়! স্বাধীনতার ৫০ বছরপূর্তিতে এসেও আমরা একটি দুর্নীতিমুক্ত, দুঃশাসনমুক্ত সোনার বাংলা গড়তে পারিনি। আর অদূর ভবিষ্যতে পারবো কি-না তাও সন্দেহ। ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতার পূর্ণ স্বাদ আমরা কি পাবো না কোনওদিন?
শত সহস্র আউলিয়াদের পদধুলিতে ধন্য আমাদের এই দেশ অজস্র প্রাকৃতিক সম্পদে ভরপুর। আল­াহ! আমাদের দেশের প্রতি অবারিত রহমত বর্ষণ করুন। আমাদেরকে একটি দুর্নীতিমুক্ত সোনার বাংলা উপহার দিন। পরিশেষে, মাসিক অভিযাত্রিকের লেখক, পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ী সবাইকে জানাই মহান বিজয় দিবসের রক্তিমশুভেচ্ছা।

Comments

comments

About